যাও গো দূতী পুষ্পবনে পুষ্প তুলো গিয়া
আমি সাজাইতাম বাসর শয্যা প্ৰাণবন্ধুর লাগিয়া।।
কাচা কাঞ্চন পুষ্প আন গো তুলিয়া
আন টগর মালী সন্ধ্যামালী বকফুল ভরিয়া।।
বিকশিত ফুলের মধু হইগেল তিতা
কোন প্ৰাণে গেলা বন্ধু পন্থহারা হইয়া।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
অবশ্য আসিবা বন্ধু ফুলের মধু খাইয়া।
পাঠান্তর : যাওগো …গিয়া > যাওরে ভ্রমর পুষ্প বনে পুষ্প আন গিয়া; কাচ কাঞ্চন……. ভরিয়া > অপরাজিতা, টগর মালি, বকফুল তুলিয়া/ওগো সঞ্জাইতাম বাসরশয্যা সব সখীগণ লইয়া, গাথিতাম ফুলের মালা প্রাণবন্ধুর লাগিয়া; বিকশিত… তিতা > সন্ধ্যামালী ফুলের মালা বাসি হইয়া গেলো; কোন প্ৰাণে ..xx..হারা হইয়া > কোন পথে গেলা ভ্রমর পথ ছারাইয়া; মনেতে ভাবিয়া > থাক পুষ্প লইয়া, অবশ্য… খাইয়া > আসিবা তোমার বন্ধু বাশারী বাজাইয়া।
পূর্ববর্তী:
« যাই যাই বলিও না রে প্রাণনাথ বন্ধুয়া, যাই যাই বলিও না
« যাই যাই বলিও না রে প্রাণনাথ বন্ধুয়া, যাই যাই বলিও না
পরবর্তী:
যাও যদি আও দলে দলে উঠেছে বেলা »
যাও যদি আও দলে দলে উঠেছে বেলা »
Leave a Reply