বাহির হইয়া শুন সজনী, ঐ করে কোকিলায় ধ্বনি
ডালে বসে কোকিলা পাখী, কুহু কুহু রব শুনি
আমার বন্ধু না আইল কুঞ্জে পোহাইল রজনী
গাঁথিয়া বনফুলের মালা মালা হইল দ্বিগুণ জ্বালা
আমার সাধ ছিল ফুলে ফুলে সাজাইতাম রসিকমণি।
ভাইবে রাধারমণ বলে আসবে বন্ধু নিশা কালে
আমার প্রাণবন্ধু আসিলে কুঞ্জে আমি হইতাম যৈবনদানী।
পূর্ববর্তী:
« বাসর শয্যা সাজাই কার আশায়
« বাসর শয্যা সাজাই কার আশায়
পরবর্তী:
বিচার নাই হেড পোস্টে বয় »
বিচার নাই হেড পোস্টে বয় »
Leave a Reply