প্ৰাণ সই রজনী পুষাইয়া গেল প্ৰাণবন্ধু কই।।ধু।।
প্ৰাণবন্ধ প্ৰাণবন্ধু বলে ক্ষণে উঠি ক্ষণে বই।।চি।
সাজাইয়া ফুলের শয্যা যত্ন করি থই
না আসিল প্ৰাণকৰ্ম্ম কোথায় রইল সই।।১।।
শুইলে স্বপনে দেখি রসের কথা কই
জাগিয়া উঠিয়া দেখি বন্ধু কই আর আমি কই।।২।।
ভাইবে রাধারমণ বলে শুনলো সই
এগো অগ্নিকুণ্ড সাজন করে অনলে পুড়াই।।৩।।
পূর্ববর্তী:
« প্ৰাণ যায় যায় গো কালিয়ার বিচ্ছেদ জ্বালায়
« প্ৰাণ যায় যায় গো কালিয়ার বিচ্ছেদ জ্বালায়
পরবর্তী:
প্ৰাণ সখী গো–অভিমকালের উপায় দেখিনা »
প্ৰাণ সখী গো–অভিমকালের উপায় দেখিনা »
Leave a Reply