প্ৰাণ সাইগো আমি রইলাম কার আশায়।
পাষণে বান্ধিয়াছে হিয়া নিদারুণ কালায়।।
মনপবন বহে যায় সুখের নিশি পুষাইয়া যায়।
কৃষ্ণচূড়া ফুলের মালা বাসি হইয়া যায়।
কুহুকুহু রবে কোকিলায় গায়
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
ধৈর্য ধর কমলিনী আসবে শ্যামকালিয়া।
পূর্ববর্তী:
« প্ৰাণ সজনী কি শুনি মধুর সুতান হেরিয়া নিল মনপ্ৰাণ
« প্ৰাণ সজনী কি শুনি মধুর সুতান হেরিয়া নিল মনপ্ৰাণ
পরবর্তী:
প্ৰাণবন্ধু কই গো সখী নিষ্ঠুর কালিয়া »
প্ৰাণবন্ধু কই গো সখী নিষ্ঠুর কালিয়া »
Leave a Reply