দূতী তারে কর মানা শ্যাম যে আমার কুঞ্জে আয় না।।ধু।।
নানা জাতি ফুল তুলি সাজাইয়াছি ফুল বিছানা
আসবে বলে প্ৰাণবন্ধু সারা রাইতে নিদ্ৰা আয় না।।
নানা জাতি ফুল ফুইটিয়াছে ভ্ৰমর আইসে মধু খায় না
কত ভ্ৰমর অইল গেল রাইরে কমলে মধু চায় না।।
ভাইবে রাধারমণ বলে রাইর বিচ্ছেদে প্ৰাণ বাঁচে না
আইবি গো তোর চিকন কালা পুরাবে মনের বাসনা।।
পূর্ববর্তী:
« দূতী কইও গো বন্ধু রে
« দূতী কইও গো বন্ধু রে
পরবর্তী:
দূর্গতি নাশ করতে জানে আমার মুর্শিদ চান »
দূর্গতি নাশ করতে জানে আমার মুর্শিদ চান »
Leave a Reply