এগো বৃষভানুর মাইয়া কৃষ্ণ সাজায় সব সখীগণ লইয়া।
ফুল বিছানা সাজন করি ফুলের বালিশ ফুল মশারি
তার উপরে চান্দুয়া টানাইয়া।।
দারচিনি মাখনছানা লুচি পুরী বরফি ছানা
সাজাই রাখলাম প্ৰাণবন্ধের লাগিয়া
ভাইবে রাধারমণ বলে শুন গো তোমরা সকলে
আমি চাইয়া রইলাম পন্থ নিরাখিয়া।
পূর্ববর্তী:
« একি বিপদ হইল গো হরিনামটি লাইবার আমার সময় নাই
« একি বিপদ হইল গো হরিনামটি লাইবার আমার সময় নাই
পরবর্তী:
এগো সই কি দেখিলাম চাইয়া »
এগো সই কি দেখিলাম চাইয়া »
Leave a Reply