আইলো নাগো প্ৰাণবন্ধু কালিয়া
মুই অভাগী কলঙ্কের ভাগী হইনু কার লাগিয়া।।
গাঁথিয়া বনফুলের মালা মালা হইল দ্বিগুণ জ্বালা
সয় না প্ৰাণে মালা দিতাম কার গলে তুলিয়া।।
বহু আশা ছিল মনে মিশিতাম প্ৰাণবন্ধুর সনে
মুই অভাগী প্ৰাণে মরি মদন জ্বালায় জ্বলিয়া।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
কুঞ্জবিহারী বংশীধারী তোরা দে আনিয়া।।
পূর্ববর্তী:
« আইলে বসনচুরা মনোহরা পায়ে লাগাব বেড়ি
« আইলে বসনচুরা মনোহরা পায়ে লাগাব বেড়ি
পরবর্তী:
আইস ধনী রতন মন্দিরে »
আইস ধনী রতন মন্দিরে »
Leave a Reply