আইলায় নারে শ্যাম রসময় রসের বিনোদিয়া
অভাগিনী চাইয়া রইছে পন্থ নিরখিয়া।।
চাইতে চাইতে কমলিনীর দিনত গেল গইয়া
আগে যদি জানিতাম যাইবায় রে ছাড়িয়া।।
সারা নিশি পোষাইতাম হৃদয় কমলে লইয়া
গাছের পাকিয়া রইল রে বন্ধু খাইলায় না আসিয়া।।
পানের বিড়ি বানাইয়াছি খাইলায় না আসিয়া
বন্ধু তুমি না খাইলেরে কে খাইবে আসিয়া।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
পাইলে বন্ধু ধরমু গলে না দিমু ছাড়িয়া।
পূর্ববর্তী:
« আইলায় না আইলায় না রে বন্ধু করলায় রে দেওয়ানা
« আইলায় না আইলায় না রে বন্ধু করলায় রে দেওয়ানা
পরবর্তী:
আইলে বসনচুরা মনোহরা পায়ে লাগাব বেড়ি »
আইলে বসনচুরা মনোহরা পায়ে লাগাব বেড়ি »
Leave a Reply