শুন শুন বিনোদিনী আমার বচন
ঘন ঘন বাজে বাঁশি গহন কানন
চল চল নিকুঞ্জেতে করি গো গমন
লহ লহ বনফুল সুগন্ধি-চন্দন।
হেটে যেতে পথে করে কুসুম চয়ন
নানা গন্ধে সাজাইব কুসুম শয়ন।
সাজ সাজ সব সখী আন আভরণ
সাজি লো শ্ৰীমতী রাধা মোহিত মদন।
ওগো রাধে বিধুমুখী পৈরো গো বসন
শুভস্য শীঘ্ৰং কহে শ্ৰী রাধারমণ।
পূর্ববর্তী:
« শুন শুন ওরে বাঁশি অবলার কুলবাঁশি
« শুন শুন ওরে বাঁশি অবলার কুলবাঁশি
Leave a Reply