অভাগিনীর বন্ধুরে আন্ধারী দিকেতে তুমি যাইও না রে।।ধু।।
তুমি আন্ধারে গেলে পরে আমি থাকে ঘরে বারে
মুষল ধারে পরে জল ধারারে
যাইতে গোয়ালপাড়া পথে পথে আছে কাটা রে
চরণে ফুটিলে পাইবায় ব্যাথরে।
ভাবিয়া রাধারমণ বলে বন্ধু যাউকা বেরা পাথারে
রাজপন্থে গেলে খাইবা ধারারে।
পূর্ববর্তী:
« অবলার মনোরি অনল গো সখী
« অবলার মনোরি অনল গো সখী
পরবর্তী:
অভাবে পড়িয়া কাঁদে মনপাখি আমার »
অভাবে পড়িয়া কাঁদে মনপাখি আমার »
Leave a Reply