শ্যামের প্ৰেয়সী বিনোদী রাই
হৃদয় বিদারে তোর মুখ চাই।।
কাননে কি বনে যেখানে যাই
সাধিয়া আনিব নাগর কানাই।।
আনিয়া মিলাব ভাবনা নাই।
কিশোরী কিশোর দুই এক ঠাঁই।।
নিশীথে গহন কাননে যাই–
রাধারমণ বাসনা যুগল মিলাই।
পূর্ববর্তী:
« শ্যামের পীরিতে সুখ হইল না হৃদয় জ্বলি অঙ্গার হইল
« শ্যামের পীরিতে সুখ হইল না হৃদয় জ্বলি অঙ্গার হইল
পরবর্তী:
শ্যামের বংশীরে এ নাম ধরিয়া মধুর স্বরে »
শ্যামের বংশীরে এ নাম ধরিয়া মধুর স্বরে »
Leave a Reply