সখী উপায় বল না পিরিতি বাড়াইয়া এবে ঘটিল যন্ত্রণা।
সাধে সাধে পিরিত করি এখন তারে পাই না
লোকের নিন্দন তীর বরিষন সহ্য করা যায় না।
পাড়ার লোকে কয় অসতী কুল ছাড়া মুই ললনা
কুঞ্জবনে ঘুরিয়া ফিরি তারত দেখা পাই না।
ভাবিয়া রাধারমণ বলে ঠেকিলাম পিরিতের কলে
উল্টা কলে ধরছে টানি ছাড়ার দিশা পাই না।
পরবর্তী:
সখী করি কি উপায় কলঙ্কিনী হইলাম ভবে »
সখী করি কি উপায় কলঙ্কিনী হইলাম ভবে »
Leave a Reply