এগো সই প্ৰাণ কান্দে যার লাগিয়া
অকুলে ভাসাইলা মোরে কি দোষ জানিয়া।
আমার মন্দিরে ডাকিগো বন্ধুরে মারি গো ঝুরিয়া
দুঃখিনীরে থুইয়া যাইবে কার হাতে সঁপিয়া
আগে যদি জানতাম বন্ধু রে যাইবায় রে ছাড়িয়া
তেনি করিতাম পিরিতরে বিনা দড়াইয়া।।
ভেবে রাধারমণ বলে গো মনেতে ভাবিয়া
পরা কি আপন হয় পিরিতের লাগিয়া।।
পূর্ববর্তী:
« এগো সই কি দেখিলাম চাইয়া
« এগো সই কি দেখিলাম চাইয়া
Leave a Reply