আমার মন চোরা তুই হরি,
কোন সন্ধানে কৈলায় রে বিশ্বাসের ঘরে চুরি।
জল ভরিতে গেলাম আমি কাঙ্কে লইয়া ঝারি,
সবে বলে ঐ যায় ঐ যায় কুলকলঙ্কিনী নারী।
আগে যদি জানতাম রে বন্ধু তুই করিবে চুরি,
তবে কেন করিতাম পিরিতি মুই অভাগিনী নারী।
রাধারমণ পাগলে বলে কিসে ধৈর্য ধরি,
শ্ৰীচরণ ভিখারী রাধা ফিরে বাড়ী বাড়ী।।
Leave a Reply