হায়রে বন্ধু নিদারুণ কানাই–
তোমার লাগিয়া আমি যমুনাতে যাই।।ধু।।
দুক্ষের উপরে দুক্ষ দুক্ষের সীমা নাই
কার ঠাই কহিতাম দুক্ষ কাইবার জাগা নাই।।
ধন দিলাম মান দিলাম আর তো কিছু নাই–
কি ধন আছে কি ধন দিমু কলঙ্কিনী রাই।,
আমি তোমার তুমি আমার আর কিছু না চাই—
জনমের মতো যেন দাঁড়াইবার জাগা পাই।।
ভাবিয়া রাধারমণ বলে বন্ধু এইটি চাই–
জিতে না হইলে দেখা মইলে যেন চরণ পাই।।
পূর্ববর্তী:
« হায়রে পিতলের কলসী তোরে লইয়া যাব যাবুনায়
« হায়রে পিতলের কলসী তোরে লইয়া যাব যাবুনায়
পরবর্তী:
হায়রে লুকাইয়া কয়দিন রই »
হায়রে লুকাইয়া কয়দিন রই »
Leave a Reply