সখী বল গো উপায়।।ধু।।
এ বাজে কুলনাশীর বাঁশি গৃহে থাকা হইল দায়।।চি।।
বাঁশি কি অমিয়া নিধি সৃজিল কি বিধাতায়
মন প্ৰাণ হরিয়া নিল কুল রাখা হইল দায়।।১।।
ঘরের বাহির হইতে নারি থাকি গুরু গঞ্জনায়
বাঁশির জ্বালা সইতে নারি প্রাণি কণ্ঠাগত। প্ৰায়।।২।।
কেন গো সে কালাচান্দে নাম ধরে বাঁশি বায়
শ্রীরাধারমণে ভণে তার তো সরম ভরম নাই।।৩।।
পূর্ববর্তী:
« সখী বল কি উপায় প্ৰাণ প্রিয়ে বিনে হিয়া ধরনে না যায়
« সখী বল কি উপায় প্ৰাণ প্রিয়ে বিনে হিয়া ধরনে না যায়
পরবর্তী:
সখী বল বল গো উপায় »
সখী বল বল গো উপায় »
Leave a Reply