শ্ৰীদাম তুই জানিয়া আয় রে ভাই
কি সুখেতে আছে আমার কমলিনী রাই।।ধু।।
আশা ছিল মোর মনে আসিবে বনেতে রাই
আসলে রূপ হেরিব নিরলে;
সে আশে বঞ্চিত হইলাম আমি কোথা গেলে তারে পাই।
শ্ৰীদাম সকাল চল মোরে করিস না ছল
শীঘ্ৰ যা রাই আছে সেখানে, বিনয়ে তোরে বলি
শীঘ্ৰ যারে গুণের ভাই।
সব কুঞ্জে বিচারি চাই তবু তার দেখা না পাই
কোন কুঞ্জে রহিল ছাপিয়া
শীঘ্ৰ আইসে বল শুনি প্ৰাণে শান্তি পাই।
রাধারমণ বলে ভাই তুই বিনে দোসর নাই
শীঘ্র যা আর করিস না দেরী শীঘ্র ফিরি আসি বল
শুনি প্ৰাণে স্বস্তি পাই।
পূর্ববর্তী:
« শ্ৰীচরণে ভিক্ষা চাই, মান ভাঙ্গো গো কমলিনী রাই
« শ্ৰীচরণে ভিক্ষা চাই, মান ভাঙ্গো গো কমলিনী রাই
পরবর্তী:
শ্ৰীরাধার রূপলাবণ্য হরি নব সুতারুণ্য »
শ্ৰীরাধার রূপলাবণ্য হরি নব সুতারুণ্য »
Leave a Reply