শ্যামের বাঁশিয়ে কি করিত পারে সজনী
কদম্ব ডালেতে বসি ঠাকুর কৃষ্ণে বাজায় বাঁশি
বাঁশির সুরে রইতে না দেয় ঘরে গো সজনী
কলসীতে নাই গো জল এ কি হল অসম্ভব
একাকিনী যাব আমি জলে গো সজনী
ছোটমুটি রাস্তাকিনি হাঁটিতে না পারে ধনী
শ্যাম অঙ্গে লাগিয়া গেল ধাক্কা গো সজনী
ভাইবে রাধারমণ বলে বাঁশির জ্বালায় অঙ্গ জ্বলে
কুল গেলে হইব দেখা শ্যাম কালিয়ার সনে গো সজনী।
পূর্ববর্তী:
« শ্যামের বাঁশি মন মজাইল
« শ্যামের বাঁশি মন মজাইল
পরবর্তী:
শ্যামের বাঁশিরে ঘরের বাহির করলে আমারে »
শ্যামের বাঁশিরে ঘরের বাহির করলে আমারে »
Leave a Reply