শ্যামের বাঁশি মন উদাসী কি মধুর বাজিল কানে
প্ৰাণসই বাজল বাঁশি গহিন কাননে।
নুতন বাঁশের বাঁশি নুতন বয়সের কালশশী
নূতন নূতন বাজাও বাঁশি বিষম সন্ধানে।।
আমার মন হইয়াছে উন্মাদিনী প্ৰাণে
কি আর ধৈর্য মানে।।
পুলিনে যমুনা ঘাটে
কদম্ব কি বংশীবটে
প্ৰাণে কি আর ধৈৰ্য মানে শ্রবণে
শ্ৰী রাধারমণের কথা পূর্ণ হবে কত দিনে।।
পূর্ববর্তী:
« শ্যামের বাঁশি বাজিল বিপিনে
« শ্যামের বাঁশি বাজিল বিপিনে
Leave a Reply