শ্যামের বাঁশি বাজিল বিপিনে।।ধু।।
বাঁশির ধ্বনি উন্মাদিনী প্ৰাণে কি আর ধৈর্য মানে।।চি।।
যে নাগারে বাজায় বাঁশি মনে লয় তার হইতেম দাসী
গোকুল মজাইল শ্যামের বাঁশির গানে
বাঁশির তানে শূন্যে তনু প্ৰাণ থাকে কেমনে।।১।।
বাঁশির মধু কতই মধু ঘরের বাহির কৈরে নেয় কুলবধূ
শ্যামের বাঁশি কি মোহিনী জানে
কেয়া ফুলের কাঁটার মতো বিন্দিল পরাণে।।২।।
কেমন গো সই বংশীধারী কেমন তার রূপ মাধুরী
সাধ করে হেরিতে নয়নে
কি আমৃত বাজায় বাঁশি কহে শ্ৰী রাধারমণে।।৩।।
পূর্ববর্তী:
« শ্যামের বাঁশি ঐ শুনা যায়
« শ্যামের বাঁশি ঐ শুনা যায়
Leave a Reply