শ্যামের বাঁশি ঐ শুনা যায়
পাগল করিলায় রে কঠিন শ্যামরায়।
মনোচোরা মোহন বাঁশি রে গৃহে থাকা হইল দায়
দিবানিশি জালায় বাঁশি রে আমি হইয়াছি পাগলের প্রায়।
জান না কালশশী আমি গুরুজনার কাছে বসি রে
আমার মনপ্ৰাণ সবই দিলাম রে বাঁশি প্ৰাণ সপিলাম রাঙা পায়।
বাজায় বাঁশি নানান ছলে নারীবধের ভয় নাই মনে
দিবানিশি বাজাও বাঁশি হইয়াছি পাগলের প্রায়।
ভাবিয়া রাধারমণ বলে অসময়ে বাঁশির গানে
রাধার মন হইরে নিল সময় থাকিতে করা উপায়।।
পূর্ববর্তী:
« শ্যামের বাঁশি ঐ শুন বাজিল বনে ধ্বনি শুনে রহি কেমনে
« শ্যামের বাঁশি ঐ শুন বাজিল বনে ধ্বনি শুনে রহি কেমনে
পরবর্তী:
শ্যামের বাঁশি বাজিল বিপিনে »
শ্যামের বাঁশি বাজিল বিপিনে »
Leave a Reply