শ্যামের বাঁশি ঐ শুন বাজিল বনে ধ্বনি শুনে রহি কেমনে।।ধু।।
মন হইয়াছে উন্মাদিনী প্ৰাণে কি আর ধৈর্য মানে।।চি।।
বিষম বাঁশির কথা ঘরের বাহিরে নেয়। মুড়ায় গো মাথা
ব্যথায় হৃদয় দহিছে আগুনে।।
আমি ফুকারি কান্দিতে নারি আমার মন সহিতে টানে।।১।।
বাঁশি করল প্ৰাণান্ত আমার জ্ঞান বুদ্ধি হইল ভ্ৰান্ত গো
প্ৰাণ শান্ত হয় ন তার বিনে।
আমি বাঁশির জালা সহিতে নারি তারে ধরি বল কি সন্ধানে।।২।।
বাঁশির স্বরে আখি ঝুরে আমার মন নিল আইল না ফিরে
কি করে ভয় লাজ কুলমানে।
শ্ৰীরাধারমণের আশা আমায় নিয়ে চল শ্যাম যেখানে।।।৩।।
পূর্ববর্তী:
« শ্যামের বংশীরে এ নাম ধরিয়া মধুর স্বরে
« শ্যামের বংশীরে এ নাম ধরিয়া মধুর স্বরে
পরবর্তী:
শ্যামের বাঁশি ঐ শুনা যায় »
শ্যামের বাঁশি ঐ শুনা যায় »
Leave a Reply