শ্যামরূপের নাই তুলনা।।
ও শ্যামরূপে আমার নয়ন নিল বুঝাইলে মন বুঝে না।।
নবীন ও ত্ৰিভঙ্গবাঁকা চূড়ার উপর ময়ূরপাখা
সে যে হইলে হাইলে নাইচে নাইচে কদমতলে করে আনাযানা।।
করেতে মোহনবাঁশি মৃদু মুখে মধুর হাসি
সে যে লাগাইয়া প্রেমের ফাঁসি হেচকা টানে প্ৰাণ বাঁচে না।
ভাইবে রাধারমণ বলে শুন গো তোমরা সকলে
এগো অধৈৰ্য এই প্ৰেমানলে বুঝাইলে মন বুঝে না।।
পূর্ববর্তী:
« শ্যামরূপে নয়ন আমার নিল গো
« শ্যামরূপে নয়ন আমার নিল গো
পরবর্তী:
শ্যামল বরণ রূপে মন নিল হরিয়া »
শ্যামল বরণ রূপে মন নিল হরিয়া »
Leave a Reply