শ্যামরূপে নিয়ন হইরে নিল গো।
ভুলিতে পারি না আমার কি জ্বালা হইল গো।
যাইতে যমুনার জলে দেখা হইল কদমতলে
আড়ে আড়ে শ্যাম নাগরে চায় গো।
নয়ন নিল রূপ বাণে কৰ্ণ নিল বাঁশির বাণে
বিষে অঙ্গ জরজর পুড়িয়া হইলাম ছাঁই গো।
গোসাই রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
মনের মানুষ বিনে আমার কে করিবে ভালো গো।
পাঠান্তর : গো শ্যামরূপে … হইল গো > শ্যামরূপে নয়নে নয়নে লাগিল ভুলিতে না পারি রূপ কি জ্বালা হইল; দেখা হইল > বংশীধ্বনি; আড়ে… যায় গো-> হাসি হাসি বাজায় বাঁশি আমার পানে চাইয়া; নয়ন নিল…ছাই গো-> কৰ্ণ নিল বাঁশীর টানে, নয়ন নিল রূপবাণে শ্যামরূপ ভুজঙ্গ হইয়া দংশিল হৃদয় কোণে,/ সে বিষের এমন জ্বালা অবশ্য হইলাম অবলা / জ্বালা বিষম জ্বালায় প্ৰাণ আমার অবশ্য হইল; গোসাঁই ভাইবে কে করিবে ভালো গো >কে দেবে সবল করিয়া।
Leave a Reply