শ্যামরূপ হেরিয়া গো প্ৰাণে মরি গো ঝুরিয়া
কেনে আইলাম জলের ঘাটে নিষেধ না মানিয়া গো।।ধু।।
একে তা অবলা নারী দেখো গো আসিয়া
জলের ঘাটে গেলাম গো সখী আনা জল পালাইয়া।।
শাশুড়ী ননদী বৈরী খাইলো গো জ্বালাইয়া
জলের ঘাটে পাইয়া গো সখী বন্ধে না দিলো আছাড়িয়া।
ভাবিয়া রাধারমণ বলে তোরা দেখগো আসিয়া
দুই নয়নের জলে আমার বুক তা যায়। ভাসিয়া।
পূর্ববর্তী:
« শ্যামরূপ হেরিয়া আমার প্রাণ কান্দেগো কি হইল বলিয়া
« শ্যামরূপ হেরিয়া আমার প্রাণ কান্দেগো কি হইল বলিয়া
পরবর্তী:
শ্যামরূপে নিয়ন হইরে নিল গো »
শ্যামরূপে নিয়ন হইরে নিল গো »
Leave a Reply