শ্যাম রূপ হেরিয়া গো, ওগো প্ৰাণে না মানিয়া ঝুরিয়া।
কেন গৃহের বাইর হইলাম নিষেধ না মানিয়া গো।।
কাঁখেতে কলসি লাইয়ে কুক্ষেণে গো গিয়াছিলাম জলের লাগিয়া।
শুধু দেহ লইয়ে ফিরে আইলাম প্ৰাণটি বান্ধা থইয়া।।
চাইয়া রইলাম রূপ পানে পঞ্চে পঞ্চ মিশাইয়া।।
যৌবন টানে…………..
রাধারমণ বলে মন প্রাণ রাখি কি করিয়া গো
ওগো প্ৰাণে মরি গো ঝুরিয়া।।
Leave a Reply