শ্যামরূপ হেরিয়া আমার প্রাণ কান্দেগো কি হইল বলিয়া।।ধু।।
অয়গো গৃহে রইতে নারি ধৈর্য গো ধরিয়া।।চি।।
যখন যাই যমুনার জলে গো শ্যামরূপ হেরিবার ছলে
ও কাল ননদিনী গো থাকে গো ছাপাইয়া।।১।।
আমরা তো অবলা নারী আমরা কান্দিয়া পোষাই রাজনী
ও প্ৰাণ চমকিয়া ওঠে গো প্ৰাণবন্ধের লাগিয়া।।২।।
ভাইবে রাধারমণ গো বলে আমার প্ৰেমানলে অঙ্গ জ্বলে
আমার জনম গেল গো কান্দিয়া কান্দিয়া।।৩।।
পূর্ববর্তী:
« শ্যামরূপ হেরিয়া আইলাম যমুনারই জলে
« শ্যামরূপ হেরিয়া আইলাম যমুনারই জলে
পরবর্তী:
শ্যামরূপ হেরিয়া গো প্ৰাণে মরি গো ঝুরিয়া »
শ্যামরূপ হেরিয়া গো প্ৰাণে মরি গো ঝুরিয়া »
Leave a Reply