শ্যামরূপ আমার নয়নে লাগিল ভুলিতে পারি না
পন্থপানে চাইয়া থাকি বন্ধু বিনে কেউ দেখি না।
যাইতে যমুনার জলে বাঁশি বাজায় কদমতলে
হাসি হাসি বাজায় বাঁশি গৃহে যাইতে প্ৰাণ চলে না।
কারিগরে কোন বা কলে গড়ছে রূপ এমন কলে দে
খলে যায় মন ভুলে ত্রিভঙ্গ কালিয়া সোনা।
ভাইবে রাধারমণ বলে পিরিতে দুৰ্দশা মিলে
পিরিত ধরি রাখতে পারলে একে লাভ তিনদুনা।
পাঠান্তর /হা/ : ভুলিতে পারি না > পাশরিতে আর পারিনা; প্ৰাণ বলে না >মন চাহে না; কারিগরে…. মন ভুলে>না জানি কোন কারিগরে গড়িয়াছে রূপ দেখলে মন ভুলে/ এগো তার গলে শোভে বনমালা; পিরিত… তিনদুনা > এই পিরিতের এই রীতি এই দশা ঘটিল রে। পিরীত করিয়া ছাড়িয়া গেল, এমন পিরীত আর করিও না।
তী : যাইতে কদমতলে > গিয়াছিলাম জলের ঘাটে, আমায় দেখিয়া বাজায় বাঁশি এই কদমতলে; হাসি হাসি > নাম ধরিয়া; কারিগরে. মন ভুলে > না জানি কোন কারিগরে গড়িয়াছে রূপ গঠন, দেখলে মন ভুলে ও তার গলে শোভে বনমালা। পিরীতে . তিনদুনা > এই পিরাতের ঐ রীতি এই দশা ঘটে, পিরিত করিয়া ছাড়িয়া গেলা, এমন পিরিত আর হইল না।
পূর্ববর্তী:
« শ্যামনটবর বংশী কে যাবে নেইহারিতে
« শ্যামনটবর বংশী কে যাবে নেইহারিতে
পরবর্তী:
শ্যামরূপ নয়নে হেরিয়া »
শ্যামরূপ নয়নে হেরিয়া »
Leave a Reply