শ্যাম রাজ পন্থের মাঝে
দাঁড়াইয়া রহিয়াছে কিবা কাজে।।
অবলার সঙ্গ রঙ্গ তোমার নি সাজে।
রাস্তা দাও রাধারমণ রাস্তা ছাড়ি কর গমন
আমরা যাই নিজ নিজ কাজে।।
পন্থের মধ্যে বাঁকা ঝুরি আমরা পড়ি লাজে।
গগনে আর বেলা নাই জল লইয়া গৃহে যাই
ঘরে গুরুজনা বৈরী আছে।।
সকলে ঘোষণা করে লোকের সমাজে
কাকে ধরি প্ৰাণে মরি
ধরিও না শ্যাম বিনয় করি
ধরিও না শ্যাম মনের মাঝে
রাধারমণ বলে ঠেকছ আজি ছাড়ব না সহজে।।
পূর্ববর্তী:
« শ্যাম বিনে চাতকী হই, আমি নাম শুনে পাগলী হই
« শ্যাম বিনে চাতকী হই, আমি নাম শুনে পাগলী হই
Leave a Reply