শ্যাম বন্ধুরে এ নাম ধরিয়া বাঁশি বাজাইও নারে।
নাম ধরি বাজাও বাঁশি বসি কদম ডালে
কলঙ্কী করিলে মোরে গোকুল নগরে।
বাঁশিটি না বাজাও রে নন্দে মোরে সদায় ঝারে
কলঙ্কী করিলে মোরে এই ব্ৰজপুরে।
ব্রজপুরে যত নারী চায় যে নয়ন আড় করি
সদায় ঘোষে রাধা কলঙ্কিনীরে।
ভাইবে রাধারমণ বলে নেও আমারে তোমার দলে
নইলে প্ৰাণে বধ মোরে কলঙ্কী রাখিও না রে।
পূর্ববর্তী:
« শ্যাম নি আইছইন গো চন্দ্ৰা তোর কুঞ্জেতে
« শ্যাম নি আইছইন গো চন্দ্ৰা তোর কুঞ্জেতে
পরবর্তী:
শ্যাম বন্ধুয়াও দেখা দেও অধম জানিয়া »
শ্যাম বন্ধুয়াও দেখা দেও অধম জানিয়া »
Leave a Reply