শ্যামনটবর বংশী কে যাবে নেইহারিতে।।ধু।।
চল সখী কে যাবে যমুনায় জল আনিতে।।চি।।
উন্মত্ত রথের সারথি মদমত্ত ছয়টি হাতে।।
কৈরে সংহতি যুবতি যায় জল আনিতে
আঁখির ঠারে ভরব বারি রাখব হৃদয় কলসীতে।।১।।
মনতুলসী ভাবের চন্দন জ্ঞানপুষ্প করিয়া অৰ্পণ
শ্ৰীচরণে কৈরে সমার্পণ
যার জলে স্নান করাব মুছব চরণ কেশেতে।।২।।
ইন্দ্রমণি বাণের স্বরে বিন্দিল শ্যাম নটবরে কালিন্দ্রির তীর
নিবিড়ে পাই যদি তারে প্ৰেমলতায় বেন্দে তারে
রাধারমণ রইল আই আশাতে।।৩।।
পূর্ববর্তী:
« শ্যামচান্দ পরানের বন্ধু ছাড়লে উপায় নাই
« শ্যামচান্দ পরানের বন্ধু ছাড়লে উপায় নাই
পরবর্তী:
শ্যামরূপ আমার নয়নে লাগিল ভুলিতে পারি না »
শ্যামরূপ আমার নয়নে লাগিল ভুলিতে পারি না »
Leave a Reply