শ্যাম জানি কই রইল গো
শ্যামরূপে মন নিল প্ৰাণ নিল
নিল কোন সন্ধানে গো।
শ্ৰীকৃষ্ণ বিচ্ছেদে আনল জ্বলিয়া উঠিল।
প্ৰেম সায়রে মাঝে বন্ধে ডুবাইয়া মারিল
রূপপানে চাইতে চাইতে রূপ নিহারলু
বিজলী চটকের মতো দেখাদি লুকাইল
ভাইবে রাধারমণ বলে কি হইল কি হইল
একবার আইন্যা দেখাও শ্যামরে
প্ৰাণী গেল প্ৰাণ গেল।
পূর্ববর্তী:
« শ্যাম কালিয়া সোনা বন্ধু রে
« শ্যাম কালিয়া সোনা বন্ধু রে
Leave a Reply