শোনা গো পরান সই তোমারে মরম কই
বাঁশি মোরে করিল উদাসী,
কি ধ্বনি পশিল কানে সে অবধি মোর মনে
উচাটন দিবস রজনী
হেন লয় মোর মনে বাঁশি কোন যাদু জানে
গৃহ কর্ম না লয়ে মনে,
এমন দরদী নাই কহিব কাহার ঠাই
বেদনা বুঝিবে কোন জনে।
কুলমান সব গেল গোকুলে কলঙ্ক রইল
পাড়ার লোকে বলে মন্দ
নাম ধরি ডাকে বাঁশি শোনি হাসে প্রতিবেশী
ননদীয়ে সদা করে দ্বন্দ্ব।
কহি গো তোদের ঠাই বল লো আমি কোথা যাই
ব্রজে থাকা হবে না আমার
ভাবিয়া রাধারমণ বলে দিবানিশি হিয়া জ্বলে
অস্থি চর্ম হইয়াছে সার।।
পূর্ববর্তী:
« শোনগো সখী ললিতে আমার কৃষ্ণ প্রেমের লাঞ্ছনা
« শোনগো সখী ললিতে আমার কৃষ্ণ প্রেমের লাঞ্ছনা
পরবর্তী:
শোনেন জনগণ আসিল ইউনিয়ন নির্বাচন »
শোনেন জনগণ আসিল ইউনিয়ন নির্বাচন »
Leave a Reply