শুনিয়া মোহন বাঁশি যমুনা পুলিনে আসি
না পুরিল-মনের দুরাশা।
বনভূমি হইল কাল কালো মেঘে আচ্ছাদিল
কথা বন্ধু না পাই তার দিশা।।২।।
কদম্ব্ব কি বংশী বটে মনে লয় আছে নিকটে
শ্যাম বন্ধে লাগে মর নাসা।।৩।।
জলের ছলনা করি পথে নি বন্ধুরে হেরি
আজ ভালে না পুরিল আশা।৪।।
কলসে ভরিয়া জল শির্ঘে সখী গৃহে চলে
আশা পথে হইলাম নিরাশা।।৫।।
শ্রীরাধারমণে কহে মোর মনে হেন লয়ে
নয় সে কাল কুলনাশা।। ৬।।
পূর্ববর্তী:
« শুনিয়া মুররী ধ্বনি আইলাম যমুনায়
« শুনিয়া মুররী ধ্বনি আইলাম যমুনায়
Leave a Reply