শুনি বংশী প্ৰাণসজনী কদম্বে কি বংশী বটে।।ধু।।
আত্মা ইন্দ্ৰিয় মনাকর্ষণ করে প্রাণী আমার নাই গো ঘটে।।চি।।
মোহন মধুর স্বরে মন প্ৰাণ উচাটন করে।।
আর রহিতে না পারি ঘরে পড়িয়া কি বিষম সঙ্কটে।।১।।
কালার বাঁশি হইল কাল বাঁশিয়ে ঘটাল জঞ্জাল।।
চলাচল সকলে আমায় নিয়ে চল জলের ঘাটে।।২।।
ধৈরজ না মানে প্ৰাণে উন্মাদিনী বাঁশির গানে
শ্ৰীরাধারমণে ভনে চল যাই শ্যামের নিকটে।।৩।।
পূর্ববর্তী:
« শুনহে মনভাই তুই বড় গোয়ার
« শুনহে মনভাই তুই বড় গোয়ার
পরবর্তী:
শুনিয়া মুররী ধ্বনি আইলাম যমুনায় »
শুনিয়া মুররী ধ্বনি আইলাম যমুনায় »
Leave a Reply