শুনরে বন্ধুয়ার বাঁশি মধুর স্বরে বেইজনা বেইজো না।।ধু।।
অবলা বধিতে বিধাতার সৃজনা।।চি।।
যখন গুরুর কাছে বসি তোমি নাম ধরিয়া ডাকো বাঁশি
যেন জাননাহে বাঁশি নারীর বেদনা।।
কাল নাগিনী ননদিনীর জ্বালায় বাঁচি না।।১।।
একে তা অবলা নারী কুলভয় লাজে মরি
আর জ্বালইও না রে বাঁশি আর জ্বালইও না।।
হিয়ার মাঝে জ্বলছে অনল নিবাইলে নিবে না।।২।।
দিবানিশি হিয়ার মাঝে প্রেমের অনল জ্বলতে আছে
ধৈর্য মানে নারে বাঁশি ধৈৰ্য মানে না
শ্ৰীরাধারমণের আশা নিরাশা কৈর না।।৩।।
পূর্ববর্তী:
« শুনরে পাষাণ মন আর কত দিন রবে তুই ঘুমে অচেতন
« শুনরে পাষাণ মন আর কত দিন রবে তুই ঘুমে অচেতন
Leave a Reply