শুন গো সই ঐ বাজে গো বাঁশি।।ধু।।
মনপ্ৰাণ সহিতে টানে লাগাইয়া বরাশি।।চি।।
অমিয় বরষণা করে গো নিরলেতে বসি।।
যে নাগরে বাজায় বাঁশি হইতেম চাই তার দাসী।।১।।
কি মন্ত্র মোহিনী জানো গো বাঁশি কুলবাঁশি
বারি বিনে চাতাকিনী হইয়াছে পিপাসী।।২।।
মোহন মধুর স্বরে গো হইয়াছে উদাসী
শ্ৰীরাধারমণে বলে কৃষ্ণে অভিলাষী।।৩।।
পূর্ববর্তী:
« শুন গো ললিতা সখী মরণ কালে ওই করিও
« শুন গো ললিতা সখী মরণ কালে ওই করিও
পরবর্তী:
শুন গো সাঁই ঐ বাজে গো বাঁশি »
শুন গো সাঁই ঐ বাজে গো বাঁশি »
Leave a Reply