রূপে নয়ন নিল গো, শ্যাম কালিয়ার রূপে নয়ন নিল গো।।ধু।।
কুক্ষণে জল ভারতে গেলাম বিজলি চটকের মতো নয়নে হেরলাম
আমায় অঙ্গুলি হিলাইয়া শ্যামে কি কহিল গো।।চি।।
মনে ছিল বড় আশা জন্মাবধি রূপ হেরিলাম যায় না পিপাসা
কাল ননদী বিষমবাদী সঙ্গে ছিল গো।।১।।
মনে লয় উড়িয়া যাইতাম সেরূপ নয়নে হেরতাম
পাখা দিতে বিধি কেন বাদী হইল।।২।।
ভাইবে রাধারমণ বলে ঐ রূপ যেন হেরি অন্তিমকালে
মনের আশা মনে রইল।।।৩।।
পূর্ববর্তী:
« রূপ সাগরে নিত্য-কমল ফুটিয়াছে নির্মল কায়
« রূপ সাগরে নিত্য-কমল ফুটিয়াছে নির্মল কায়
পরবর্তী:
রে বন্ধু কানাই কালিয়া »
রে বন্ধু কানাই কালিয়া »
Leave a Reply