রাধা বইলে আর ডাকিও না।
ওরে কে তোরে শিখাইল বাঁশি
নতুন প্রেমের আলোচনা ।।
ডাকিও নারে শ্যামের বাঁশি
কুলবধূর কুলবাঁশি
লাগাইয়া প্ৰেমে রাশি
হেঁচকা টানে প্ৰাণ বাঁচে না।।
অষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি
বাজায় শ্যাম দিবা নিশি
কি সাধনে ওরে বাঁশি।
দিবানিশি জপনা।।
ভাইবে রাধারমণ বলে
শ্রীরাইর পদকমলে
ওরে প্ৰেম করে ছাইড়া গেল
আমার কইরে যাদুটুনা ।।
পূর্ববর্তী:
« রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে
« রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে
পরবর্তী:
রাধানি আছইন কুশলে কও রে সুবল সারাসার »
রাধানি আছইন কুশলে কও রে সুবল সারাসার »
Leave a Reply