রসের দয়রদী শ্যামরায়,
আমি কাঙালিনী তোমার পানে চাই।।
আর রূপ দেখি ঝলমলি
প্ৰাণি আমার নিলায় হরি
ওরে চাতবিচনী হইয়ে আমি
সে রূপ ধরিতে চাই।।
আর দূরে থাকি দেখা ভালো
নিকটে মিশিয়া রইয়ো।
ওয় রে, ভিন্ বাসিয়ো না অবুলারে
চরণতলে দিয়ো ঠাই।
আর ভাইবে রাধারমণ বলে
প্ৰেম করি কালিয়ার সনে
ওয় রে, গোপীর মতন উদাসিনী
আমারে বানাইত চায়।।
পূর্ববর্তী:
« রসিকে আমারে পাইয়া গো ডাকাতি করিল
« রসিকে আমারে পাইয়া গো ডাকাতি করিল
পরবর্তী:
রাই জাগো রাই জাগো শুক-সারি বলে »
রাই জাগো রাই জাগো শুক-সারি বলে »
Leave a Reply