রসিকে আমারে পাইয়া গো ডাকাতি করিল
বস্ত্ৰ থইয়া কলসী লইয়া নামিলাম গঙ্গার জলে
বস্ত্ৰ নিল চিকন কালায় কলসী নিল সুতে
আগের সখী যেমন তেমন পাছের সখী কালা
মাঝের সখী দাতে মিশি আখি ঠারে নিল।।
ভাইবে রাধারমণ বলে নদীর কুলে বইয়া
কুল গেল কলঙ্ক রইল জগৎ ভরিয়া।।
পূর্ববর্তী:
« রসিক দিলকা জ্বালা (পাঞ্জাবিওয়ালা)
« রসিক দিলকা জ্বালা (পাঞ্জাবিওয়ালা)
পরবর্তী:
রসের দয়রদী শ্যামরায় »
রসের দয়রদী শ্যামরায় »
Leave a Reply