যে গুণে তুষিব শ্যামের মন আর আমার সে গুণ নাই।
বৃন্দাবনে শ্যামের কারণ বনে বনে ঘুরিয়া বেড়াই।
জাতি-কুল-মান-যৌবন দিয়ে মন নাহি পাই।।
রূপ-গুণ-যশ প্ৰেম রঙ্গরস মন প্ৰাণ
সপিয়া হইলেম কাঙালিনী
লোকে কানাকানি কইরে বলে আমায় কলঙ্কিনী রাই।
সুখদুঃখ যত ত্যাগি সারা কইরাছি শ্যামরায়
রাধারমণ করে আকিঞ্চন অন্তে যেন পাই।।
পূর্ববর্তী:
« যুবতী রাধে (সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই)
« যুবতী রাধে (সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই)
পরবর্তী:
যে দুঃখ অন্তরে গো সখি কওনও না যায় »
যে দুঃখ অন্তরে গো সখি কওনও না যায় »
Leave a Reply