যারে দেখলে পাগল হয় মন তারে কেমনে পাশবির
বল বল গো সই উপায় কি করি।।ধু।।
আঙ্খির উপরে নিন্দের বাসা তার উপরে ঢেউ
রাধার সনে কানুর পিরিত আর জানে না কেউ
বিরখের উপর লতাপাতা তার উপরে ফুল
তার উপরে চমকে অভমর মজাইয়া জাত কুল।
কালিয়া রসের বন্ধু দেখতে লাগে ভালা
কোন্ সইয়ে আটকাই রাখি আমারে দেয় জ্বালা।
বনের মাকে আগুন জ্বলে সয়ালের লোক দেখে।
মনের মাকে আগুন জ্বলে তারে নাই সে দেখে।
চক্ষে না দেখে কেউ কইলে না বুঝে
নিরপরাধ রাধার মাঝে কলঙ্কিনী পায় খুঁজে।
নিজের বেদন সবাই বুঝে পরের বেদন না।
গকুলে সুহৃদ পাই না যার ঠাই করি ;’আ’।
‘আ’ করি না আউয়ার ভরে কি অনে কি কইবো
একেতে অমাত্র পরিচারি কলঙ্ক রটাইবো
ভাবিয়া রাধারমণ বলে আমার উপায় নাই
বন্ধের লাগি বাউল আইয়া গকুলে বেড়াই।।
পূর্ববর্তী:
« যারে দেখলে নয়ন যায় ভুলে
« যারে দেখলে নয়ন যায় ভুলে
পরবর্তী:
যারে মনপ্ৰাণ দিলে ত্ৰাণ পাইতে পারি কৈ »
যারে মনপ্ৰাণ দিলে ত্ৰাণ পাইতে পারি কৈ »
Leave a Reply