যাবে নি গো এগো সখী ধীর সমীর বনে
মনে করি প্রাণের হরি যমুনা পুলিনে।
সঙ্কেতে মুরলীর ধ্বনি নইলে যাব একাকিনী
শ্যামের সনে।
পাখা নাই যে কিসের পাখি
ঝুইরতেছে পিঞ্জিরায় থাকি
আর কত বুঝাইয়া রাখি
পাখি প্রবোধ না মানে।
কাল হইল কালিয়ার বাঁশি
কুলবধূর কুলবাঁশি লাইগ্ল বরশি
ঐ চরণের অভিলাষী কহে শ্ৰীরাধারমণে।
পূর্ববর্তী:
« যাব না আর জলে সই গো আর যাব না জলে
« যাব না আর জলে সই গো আর যাব না জলে
পরবর্তী:
যাবে নি রে মন সহজ ভাবের বাজারে »
যাবে নি রে মন সহজ ভাবের বাজারে »
Leave a Reply