যমুনা পুলিনে শ্যাম নাগরি ত্ৰিভঙ্গ।।ধু।।।
মুরলী মধুর স্বরে মোহিল অনঙ্গ।।চি।।
কি অমৃত বাঁশির গান কৰ্ণে লাগিয়াছে
যেন জালে বন্দী মীনের উপায় কি আছে
প্ৰাণ করে উচাটন মন হইল বিহঙ্গ।।১।।
আয় ললিতে আয় বিশখে শ্যাম হেরিতে যাই
যায় যাবে কুল ক্ষেতি নাই শ্যামকে যদি পাই
নয়ন চাঁদে ফাঁদ পাতিয়ে ধরিব কুরঙ্গ।।২।।
যে নাগারে ধরে বাঁশি চল যাই তার কাছে
রব শুনে মনপ্ৰাণ কান্দে এমন কে আছে
রাধারমণ ভনে বাঁশির গানে যোগীর যোগ ভঙ্গ।।৩।
পূর্ববর্তী:
« যতই তুমি ডাকো রে বন্ধু মিষ্টি মধুর সুরে
« যতই তুমি ডাকো রে বন্ধু মিষ্টি মধুর সুরে
পরবর্তী:
যমুনার জলে সখী গো তারা নে আমারে »
যমুনার জলে সখী গো তারা নে আমারে »
Leave a Reply