ভুবনমোহন শ্যামরূপ গো সখী দেখিতে সুন্দর
ঝলমল করে রূপ অতি মনোহর।।ধু।।
কদমতলে খেলা করে ষোল সখী খাড়া থাকে
চান্দমুখে চাইয়া।
রবি শশী জিনি রূপ দেখিতে উজ্জ্বল
মোহিত হইয়া দেখে ষোল সখীর দল।
কপালে তিক্ৰলাক চান্দা জিনি তারাগণে
চিকুর জিনিয়া ছটা পড়িছে গগনে।
হীন রাধারমণ কয় নাগর রসিয়া
ভুলাইলো কুলবধূ মুরলী বাজাইয়া।।
পূর্ববর্তী:
« ভুবনমোহন রূপের দিকে রৈলাম সখি চাইয়া
« ভুবনমোহন রূপের দিকে রৈলাম সখি চাইয়া
Leave a Reply