ভাইস্যে নিল কুলমান
ঐ শুনো গো মধুর বাঁশির গান।।
রাধা রাধা রাধা বৈলে বাঁশি দিল টান।
অন্তর জ্বলে মিঠা লাগে রিদায় ভেদি বাণ।।
বিষামৃতে মিলন বাঁশি কে কৈল নির্মাণ
কি অপরাধ কইরা আছি বাঁশির নিখমান।।
আমায় নিয়ে ব্রজে চল বাঁশির যেই স্থান
ভাইবে রাধারমণ একি বিষম দায়
রাধা রাধা রাধা বৈলে বাঁশি কে বাজায়।।
পূর্ববর্তী:
« ভরতে গেলাম যমুনাতে শীতল গঙ্গা জল গো
« ভরতে গেলাম যমুনাতে শীতল গঙ্গা জল গো
পরবর্তী:
ভাটি বাংলার লোকসমাজে রাস্তাঘাট চায় »
ভাটি বাংলার লোকসমাজে রাস্তাঘাট চায় »
Leave a Reply