বাঁশিরে শ্যামচাঁদের বাঁশি সকলি নাশিলে
নাম ধরিয়া ডাকি বাঁশি বিপদ ঘটাইলে।
ঘরের গুরুজনা রে বাঁশি মোরে মন্দ বলে
মন্দ বলে খুটা দেয় শ্বশুর ননদ সকলে।
ফুকারি কান্দিতে নারি পাড়ায় মন্দ বলে
গুমরি গুমরি মনে প্রেমের আগুন জ্বলে।
ভাবিয়া রাধারমণ বলে মনেতে বিরহ জ্বলে
মইলে নি পাইমু, তোমায় সুরধনীর কুলে।।
পাঠান্তর : হা ভাবিয়া… কুলে > ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া/দুঃখে দুঃখে জনম গেল মইলে নি দুঃখ যাবে রে।
Leave a Reply