বাঁশি রে নিরলে কুটিরে বৈসে মন পাখি কুইরে দুই আংখি।
বাঁশির মরম কেইবরে শ্যামের বাঁশি যে দুঃখ আমার অন্তরে
আপন স্বাদে ঠেকছি কান্দে কি দোষ দিমু পরেরে।
বাঁশির নয়নে শ্রবণে সন্মিলন নয়নে নয়নে কামদহন
পিঞ্জিরার পাখীর মত উঠিতে না পারিরে।
শ্ৰী রাধারমণে বলে ওই কথা মনের ব্যথা বইলমুকার কাছে।
পূর্ববর্তী:
« বাঁশি রে কইরেছিলে কতই পুণ্য
« বাঁশি রে কইরেছিলে কতই পুণ্য
পরবর্তী:
বাঁশি শুনে আর কাজ নাই »
বাঁশি শুনে আর কাজ নাই »
Leave a Reply