বাঁশির ধ্বনি কৰ্ণে বর্তনি গৃহে রইতে পারি না আর
মধুর মধুর মধুর ধ্বনি মধুর মধুর যায় শুনা
শোনো নাম ধরিয়া ডাকে বাঁশি রাধার নামটি কল্পনা
সখীগণ করে মন মানা সহে না আর যাতনা
মনে লয় সখী সই তেয়াগিব গৃহ …
আমি যাইতে নারি যাইতে নারি বিষম হইল যন্ত্রণা
ভাইবে রাধারমণ বলে পাইলে চরণ ছাড়ব না
সেই চরণে হাইতাম দাসী মনে ছিল বাসনা।
পূর্ববর্তী:
« বাঁশির ডাকে কমলিনী রাই রে সংগীলা ভাই
« বাঁশির ডাকে কমলিনী রাই রে সংগীলা ভাই
পরবর্তী:
বাঁশিরে শ্যামচাঁদের বাঁশি সকলি নাশিলে »
বাঁশিরে শ্যামচাঁদের বাঁশি সকলি নাশিলে »
Leave a Reply